বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পুদুচেরিতে, স্কুল ও কলেজে ছুটি ঘোষণা

পুদুচেরি, ৮ জানুয়ারি (হি.স.): বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে পুদুচেরিতে। গত ২৪ ঘন্টায় পুদুচেরিতে অবিরাম বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক জীবন প্রভাবিত হয়েছে। বৃষ্টির জন্য সোমবার পুদুচেরিতে স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রাঙ্গাসামি ঘোষণা করেছেন, সোমবার কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে। এদিকে, ভারী বৃষ্টিপাতের কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে, তাঁদের আপাতত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।