নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ টি.এস.এফ-র

আগরতলা, ৮ জানুয়ারি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বিভিন্ন স্থানে আন্দোলন সংঘটিত করেছে টি.এস.এফ। এদিন সকালে রাজধানীর উত্তর গেট এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের নেতৃত্বরা।

এদিন জনৈক সংগঠনের ছাত্র জানিয়েছেন, আজ ৮ জানুয়ারি কালো দিবস উদযাপন করছে টিএসএফ। গত ২০১৯ সালের ৮ জানুয়ারি কেন্দ্র সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে আন্দোলনমুখী হয়েছিল টিএসএফ। তখন ওই বিলের বিরোধিতা করে ওইদিন ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছিল। ওই দিনে মাধববাড়িতে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিল পুলিশ। তাই এরই প্রতিবাদ জানিয়ে প্রতিবছর এইদিনে কালো দিবস হিসেবে উদযাপন করে টিএসএফ।