শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত্যু তামিলনাড়ুর এক পুণ্যার্থীর

কোট্টায়াম, ৮ জানুয়ারি (হি.স.): শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর এক পুণ্যার্থীর। এছাড়াও ১০ জন পুণ্যার্থী কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে কমপক্ষে ২২ জন ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে একদল তীর্থযাত্রী বাসে করে শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাসটি মুন্ডাক্কায়ামে বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসে মোট ২২ জন তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের নাম, রামকৃষ্ণ সেলভারাজ। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ১০ জন তীর্থযাত্রী। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।