নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): গত ৯ বছরে জন ঔষধি কেন্দ্রের জন্য সমগ্র দেশে দরিদ্রদের প্রায় ২৬ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র হিসাবে পরিচালিত পিএসিএস (প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি) সম্পর্কিত জাতীয় মেগা কনক্লেভে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, দরিদ্র নাগরিকদের সুবিধার জন্য আগে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র বেশিরভাগই শহরে অবস্থিত ছিল। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেন, ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত ওষুধ সুবিধাভোগীদের সরবরাহ করা হলেও বেশিরভাগই শহরাঞ্চলে। সমবায় মন্ত্রী বলেন, তবে পিএসিএস মাধ্যমে এখন গ্রামীণ এলাকার কৃষক ও দরিদ্ররা সাশ্রয়ী মূল্যে ওষুধ পেতে পারবেন।

