ইতিহাদ, ৮ জানুয়ারি (হি.স.): বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে গত পাঁচ মাস পর অধিনায়কের আরমব্যান্ড পরে ৭৪ মিনিটে মাঠে নামলেন। গোটা ইতিহাদ স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন। এতদিন পর ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরার উপলক্ষ তিনি রাঙালেন একটি ‘অ্যাসিস্ট’ করে। সেই অ্যাসিস্ট থেকে দলের সতীর্থ জেরেমি ডোকু পঞ্চম গোলটি করেন।
ঘরের মাঠে রবিবার হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরে ব্রুইনে সকলের মন জয় করে নিলেন। ৫-০ গোলের জয়ে এফে কাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করলেন পেপ গুয়ার্দিওলার দল। উল্লেখ্য,গত অগাস্টে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বার্নলির বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে দীর্ঘদিন তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। হাডার্সফিল্ডের বিপক্ষে জোড়া গোল করে সিটির নায়ক ফিল ফোডেন। বাকি গোলগুলি করেন আলভারেস, ডোকু ও একটি গোল হয়েছে আত্মঘাতীতে।

