এফএ কাপ : আত্মঘাতীতে তৃতীয় রাউন্ডের বৈতরণী পার হল ইয়ুর্গেন ক্লপের দল

এমিরেটস, ৮ জানুয়ারি (হি.স.): ম্যাচে অনেকক্ষণ আক্রমণের ঝড় তুলল আর্সেনাল। কিন্তু গোলটাই পেল না। একটা আত্মঘাতী গোলই তাদের হারিয়ে দিল। অন্যদিকে ব্যর্থতা কাটিয়ে শেষ দিকে চেষ্টা করতে থাকল লিভারপুল। তাতেই ফল মিলল।এসে গেল ইয়াকুব কিভিওর এর আত্মঘাতী গোল। শেষ দিকে একটা বল জালে জড়িয়ে এফএ কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল।

এমিরেটস স্টেডিয়ামে রবিবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ৮০তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন আর্সেনালের পোলিশ ডিফেন্ডার ইয়াকুব। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস।