নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, একইসঙ্গে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। দিল্লিতে সোমবার তাপমাত্রার পারদ নেমে ৫.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়া কারণে সোমবার উত্তর ভারতে ২০টি ট্রেন বিলম্বে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, আজমের-কাটরা পূজা এক্সপ্রেস, অমৃতসর-মুম্বই এক্সপ্রেস প্রভৃতি।
শুধুমাত্র দিল্লি নয়, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। হরিয়ানা, পঞ্জাব, উত্তর ও পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। ঠান্ডায় জমে যাচ্ছে মরুরাজ্য রাজস্থান।

