শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা

আগরতলা,৮ জানুয়ারি: বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাতঃবিভাগের শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এই অভিযোগ তুলে আজ সকালে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা।

ঘটনার বিবরনে জানা গেছে, বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যালয়ে প্রাতঃবিভাগের প্রতিদিন দুইটি বিষয়ে পড়াশুনা করানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ১জন। ওই বিদ্যালয়ে ৭০ জন ছাত্র ছাত্রী পাঠরত আছেন। চলতি মাসে ১০ জানুয়ারি ছাত্র ছাত্রীদের পরীক্ষা শুরু হবে। তার উপর প্রধানশিক্ষককে বদলি করা হয়েছে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। এছাড়াও, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জজর্রিত বলে অভিযোগ। আজ শিক্ষক স্বল্পতার প্রতিবাদে দ্রুততার সহিত নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে গিয়েছেন প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা সহ শিক্ষকরা। তাঁরা আশ্বাস দিয়েছে দ্রুত সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন অভিভাবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *