জয়পুর, ৭ জানুয়ারি (হি.স.) : জয়পুরের রাজ্যপাল কালরাজ মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার সকালে রাজভবন বিশ্রামকক্ষে উভয়ের মধ্যে দেখা হয়। রাজ্যপাল প্রধানমন্ত্রীকে শাল পড়িয়ে শুভেচ্ছা জানান এবং রাজস্থানের বিখ্যাত মীনাকারি শিল্পের একটি স্মারক উপহার দেন। রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের উন্নয়ন এবং সাংবিধানিক সচেতনতার বিষয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
রাজস্থানে তিন দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এখানে পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও ডিরেক্টর জেনারেলদের সম্মেলনে যোগ দিতে এসেছেন। রবিবার সম্মেলনের শেষ দিন। এই সফরকালে রাজভবনে থাকছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দিতে রবিবার সকালে রাজভবন থেকে সরাসরি রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে যান মোদী। আধিকারিকদের সঙ্গে দুপুরের খাবার খান। তারপর বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।