গোয়ালপাড়া (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : গোয়ালপাড়া জেলায় আবারও বুনোহাতির হামলায় জনৈক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা শনিবার মধ্য রাতে জেলার একবলবলা ফফঙ্গা গ্রামে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তিকে গ্রামের বাসিন্দা জনৈক শ্যামজিৎ মোমিন বলে শনাক্ত করা হয়েছে।
প্ৰাপ্ত খবরে প্রকাশ, গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রায় ৪০ থেকে ৫০টি বুনো হাতির এক দল ফফঙ্গা গ্ৰামে হানা দেয়। গ্ৰামে হাতির দলটি হানা দিয়ে ব্যাপক উপদ্ৰব চালানো শুরু করে। তাদের হামলায় কম করেও দশটি বসতবাড়ি তছনছ হয়ে গেছে। কিন্তু মধ্যরাতে হাতির দলটি শ্যামজিৎ মোমিনদের ঘর ভেঙে ভিতরে ঢুকে। ঘরে মজুত ধান চাল ইত্যাদি খেয়ে সাবাড় করে দেয়। শ্যামজিৎ মোমিন ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় একটি হাতি শুঁড় দিয়ে তাকে প্যাঁচিয়ে উপরে তুলে আছড়ে মেরে ফেলে।
এদিকে ঘটনার খবর পেয়ে আজ রবিবার সকালে পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বনকর্মীরা। পুলিশ প্রাথমিক তদন্ত করে শ্যামজিতের মৃতদেহ উদ্ধার করে তার ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে নিয়ে গেছে।