ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো মেট্রিক্স চেস আকাদেমির মেহেকদ্বীপ গোপ। স্বামী বিবেকানন্দ ক্লাব আয়োজিত প্রাইজমানি দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী আসর শেষ হয় রবিবার বিকেলে। রাতে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৫ রাউন্ডের আসরে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন ৩ জন। পরে ভোকলসে প্রথম তিনটি স্থান দখল করেন যথাক্রমে মেহেকদ্বীপ গোপ, সুব্রত চক্রবর্তী এবং রমেশ কলই। ৩ জনই অপরাজিত থাকেন আসরে। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে পরের ৫ টি স্থান দখল করেন যথাক্রমে অভিজ্ঞান ঘোষ, দিব্যজ্যোতি সরকার, সোমরাজ সাহা, সুশীল সূত্রধর এবং অনুরাগ ভট্টাচার্য। এছাড়া অনূর্ধ্ব-৭ বালক বিভাগে দেবরাজ ভট্টাচার্য, দীপ্তনীল দেব, অয়নজিৎ নাগ, অনূর্ধ্ব-৯ বিভাগে পাতাম্বর দেবনাথ, সতনু পাল, শুভায়ন দাস, অনূর্ধ্ব-১১ বিভাগে অভ্রনীল দে, অর্ণব ভর্মাস প্রতীরূপ পাল, এবং অনূর্ধ্ব-১৩ বিভাগে আয়ুষ সাহা, দত্ত মেগনাস ও শিবম সাহা প্রথম তিনটি স্থান দখল করে। বালিকা বিভাগে অনূর্ধ্ব-৭ বিভাগে অবন্তিকা চক্রবর্তী, ঐশানি ভৌমিক, অনূর্ধ্ব-৯ বিভাগে অদ্রিজা সাহা, নীলাক্ষি দেবনাথ, অনূর্ধ্ব-১১ বিভাগে অঙ্কিতা সরকার, আরাধ্যা চৌধুরি,অনূর্ধ্ব-১৩ বিভাগে একান্তিকা সরকার এবং উর্মি সাহা প্রথম দুটি স্থান দখল করে। বয়োজ্যেষ্ঠ পুরস্কার পেয়েছেন নীস কুমার দত্ত। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে দাবাড়ুদের মধ্যে।
2024-01-07