নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জানুয়ারি : পদ্মেরপাড় এলাকায় সংহতি মেলায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ। উল্লেখ্য গত ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৩১ তারিখ আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে দশ দিনব্যাপী সংহতি মেলার পদ্মেরপার এলাকায় শুভ উদ্বোধন করা হয়েছিল । আজ মেলার সপ্তম দিন। মেলা উপলক্ষে আজ স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক জনসাধারণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেছেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য চন্দ্রশেখর সিনহা। এছাড়াও এদিনের অনুষ্ঠিত উপস্থিত ছিলেন আরো অনেকে।
2024-01-07