সিডনি টেস্ট : পাকিস্তান হোয়াইটওয়াশ

সিডনি, ৬ জানুয়ারি (হি.স.): সিডনি টেস্টে পাকিস্তান হারছে তৃতীয় দিনের শেষে বোঝাই গিয়েছিল। কারণ দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের স্কোর খুব হওয়ার কথা ছিল না। হলও তাই।আগের দিনে ৬৭ রানে ৭ উইকেট পড়ে যায়, সেখানে একা মোহাম্মদ রিজওয়ান লড়াই করে ১১৫ পর্যন্ত পাকিস্তানকে টেনে নিয়ে যান।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১৩০ রান। শুরুতেই ওপেনিং ব্যাটসম্যান উসমান খাজার উইকেট পাকিস্তান বোলাররা নিলেও অস্ট্রেলিয়াকে আর বিপদে ফেলতে পারেনি। যার ফলে ২৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ৮ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দেড় দিন বাকি থাকতেই জয় পায় প্যাট কামিন্সের দল।সিরিজ ৩-০ এবং হোয়াইটওয়াশ।

টেস্টের শেষ ব্যাটিং করতে নেমে অনবদ্য ব্যাটিং করলেন ডেভিড ওয়ার্নার। করলেন এক হাফ সেঞ্চুরি(৫৭)। লাবুশেন ৬২ রানে অপরাজিত থাকে যান। পাকিস্তান ম্যাচ হেরে গেলেও তাদের ক্রিকেটার আমের জামাল ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে হয়েছেন ম্যাচ সেরা।