২৯ জানুয়ারি পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ, শিক্ষার্থীদের চাপ-মুক্ত করতে কথা বলবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): চাপমুক্ত পরীক্ষার আবহ তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছরই পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ বছর পরীক্ষা পে চর্চার আয়োজন করা হচ্ছে আগামী ২৯ জানুয়ারি, পরীক্ষা পে চর্চার সপ্তম সংস্করণ এটি। ওই দিন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলবেন তিনি। শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, এ বছর ৪ হাজারের বেশি অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানটি দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে।

গত ৬ বছর ধরে প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী বোর্ড পরীক্ষার আগে ”পরীক্ষা পে চৰ্চা” অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থী, তাঁদের বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আলাপ-আলোচনা করেন। গত বছরও পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কথোপকথনে লিপ্ত হন প্রধানমন্ত্রী। আর এবার আগামী ২৯ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।