মোর্চার সভাপতি এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আগামীকাল বৈঠক নাড্ডার

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আগামীকাল মোর্চার সভাপতি এবং নতুন ভারপ্রাপ্ত নেতাদের সঙ্গে একটি বৈঠক করবেন। আগামী লোকসভা নির্বাচনের জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাতটি ফ্রন্টের সবকটির ভারপ্রাপ্ত নেতাদের বদল করার পর শনিবার তাদের পদাধিকারীদের বৈঠক বসতে চলেছে। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সমস্ত ফ্রন্টের ভারপ্রাপ্তদের অংশগ্রহণে এই বৈঠক বসবে। পাশাপাশি প্রতি মাসে জাতীয় সাধারণ সম্পাদকদের নিয়েও বৈঠকের আয়োজন করা হবে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা পদাধিকারী নিয়োগ করেছেন, যার মধ্যে জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসালকে যুব মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে এবং দলের সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডাকে মহিলা মোর্চার ভার দেওয়া হয়েছে। জাতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারকে কিষাণ মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে, তরুণ চুগকে তফসিলি জাতি মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে, ডক্টর রাধা মোহন দাস আগরওয়ালকে তফসিলি উপজাতির দায়িত্ব দেওয়া হয়েছে।