জয়ের আনন্দে নতুন বছর শুরু বার্সেলোনার

বার্সেলোনা, ৫ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুটা ভালো হবে তো?-এই উত্তর খুঁজতে গিয়ে প্রতিপক্ষের মাঠে শুরুতেই এক মিনিটের ব্যবধানে বড় দুই ধাক্কা বার্সিলোনার। একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান জোয়াও কানসেলো আর পরের মিনিটেই গোল হজম। দ্বিতীয়ার্ধে বার্সা সমতায় ফিরল বটে কিন্তু ছন্দে ফিরল না। এর ফলে পয়েন্ট হারানোর ভয় জাগতে থাকে।তবে শেষের দিকে সেই ভয় কাটিয়ে জয়ের আনন্দে নতুন বছর শুরু করল লা লিগার শিরোপাধারীরা।

লা লিগায় বৃহস্পতিবার রাতে লাস পালমাসের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। গত বছর তারা প্রীতি ম্যাচে আমেরিকার কাছে হেরে বছরটা শেষ করেছিল। ২০২৪ সালের শুরুতে এর্নান্দেসের দল সাদামাটা ফুটবল খেলেও খুঁজে পেল জয়ের পথ। পালমাসের বিপক্ষে এ নিয়ে লিগে বার্সেলোনা ১৫ ম্যাচ অজেয় থাকল। লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৪৮ পয়েন্ট) সঙ্গে ব্যবধানও কমিয়ে আনল। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শাভির দল। রিয়ালের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিরোনা।