ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৫ জানুয়ারি।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের উত্তর বাধারঘাট এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষ্যে এবারও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন বছরে আগামী ৭ থেকে ১৩ জানুয়ারী শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা হবে। আগামী ৬-৭ জানুয়ারী হবে প্রাইজমানি দাবা প্রতিযোগিতা। এতে ৭৮ জন দাদায় এন্ট্রি নিয়েছেন। এছাড়া ৯ জানুয়ারী হবে যোগাসন প্রতিযোগিতা। এতেও প্রচুর এন্ট্রি জমা পড়েছে। এর বাইরে ক্লাব সদস্যদের মধ্যে খেলা, উদ্বোধনী দিনে ৭ জানুয়ারী সাইক্যাল রেলি হবে। সাংস্কৃতিক দিকে বিবেকানন্দের উপর সঙ্গীত প্রতিযোগিতা সহ আবৃত্তি প্রতিযোগিতা, তবলা প্রতিযোগিতা, যেমন খুশী সাজো, বসে আঁকো সহ সাংবাদিকদের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী কমিটির কনভেনর প্রশান্ত ভৌমিক জানান, এই প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরো জানান, শিশু ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে উন্মুক্ত মেগা স্বাস্থ্য শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবার রয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ ক্লাবের বর্ষব্যাপী হীরক জয়ন্তী পূর্তির সমাপ্তি হবে। ক্লাবের সচিব কমল দেব জানান, ১২ জানুয়ারী সকাল ১১টায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা স্বামীজীর আবক্ষ মূর্তির উন্মোচন করবেন। এছাড়া ৭ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় মেয়র দীপক মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। এর সাথে থাকবেন এলাকার দুই কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও শম্পা সরকার চৌধুরী উপস্থিত থাকবেন। সাংবাদিক সম্মেলনে ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী সহ কার্যকরী সদস্য বিশ্বজিৎ বনিক, লিটন মজুমদার উপস্থিত ছিলেন।
2024-01-05