দিল্লিতে পারদ নামল ৯.৪ ডিগ্রিতে, দেরিতে রাজধানীতে এল ২৬টি দূরপাল্লার ট্রেন

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডা তো রয়েছেই, সঙ্গে দোসর ঘন কুয়াশা। এই দুইয়ের দাপটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে রাজধানী দিল্লিতে, একই পরিস্থিতি বজায় থাকল বৃহস্পতিবারও। খারাপ আবহাওয়া কারণে রাজধানী দিল্লিতে এদিনও সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। দিল্লিতে এদিন সকালেও বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। বেশ কিছু বিমান দেরিতে গন্তব্যর উদ্দেশ্যে রওনা হয়েছে। আবার প্রভাবিত হয়েছে রেল পরিষেবা, ২৬টি দূরপাল্লার ট্রেন বিলম্বে দিল্লিতে এসে পৌঁছেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে-হাওড়া-নতুন দিল্লি পূর্বা এক্সপ্রেস, ডিব্রুগড়-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, কাটিহার-অমৃতসর এক্সপ্রেস, রাঁচি-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস প্রভৃতি।

হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি, বৃহস্পতিবার দিল্লিতে তাপমাত্রার পারদ নেমেছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। শীতের দাপটে জবুথবু অবস্থা গোটা উত্তর ভারতজুড়ে। হরিয়ানা, পঞ্জাব, উত্তর ও পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশে ঠান্ডা এতটাই বেশি যে সকালের দিকে আগুনের তাপ নিতে দেখা যাচ্ছে মানুষজনকে। সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আপাতত এই শীত থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।