ফ্রান্সের সুপার কাপ : শিরোপা জিতল পিএসজি

প্যারিস, ৪ জানুয়ারি (হি.স.): ফ্রান্সের সুপার কাপের শিরোপা জিতল পিএসজি। তারা ‘ট্রফি ডেস চ্যাম্পিয়নস’-এর শিরোপা জিতে রেকর্ড গড়ল। বুধবার রাতে তুলুজকে ২-০ গোলে হারাল তারা। পিএসজির হয়ে গোল করেন ক্যাং লি এবং কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের পেশাদার প্রতিযোগিতা লিগ ওয়ান-এর চ্যাম্পিয়ন দল ও প্রিমিয়ার নকআউট কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে নিয়ে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

১৯৪৯ সাল থেকে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এখন পর্যন্ত মোট ২৮ বার এই প্রতিযোগিতা আয়োজন করা হল। আপাতত লিগ ওয়ানে বিরতি রয়েছে। পিএসজির নতুন বছরের লিগ ওয়ানের অভিযান করবে ১৫ জানুয়ারি থেকে।