রাঁচি, ৪ জানুয়ারি (হি.স.) : ঝাড়খন্ডের লাপুং থানা এলাকার ঘাঘরি জঙ্গলে বুধবার এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পাথর ছুড়ে হত্যার পর তার চোখ দুটি বের করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর বা কোনও অস্ত্র পায়নি পুলিশ।
ঘটনার খবর পেয়ে গ্রামীণ এসপি মনীশ তোপ্পো, বেদোর ডিএসপি রজত মানিক বাখালা, বেদো থানার ইনচার্জ মুকেশ কুমার হেমব্রম এবং লাপুং থানার ইনচার্জ সূর্যকান্ত কুমারও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেন। লাপুং পুলিশ ডগ স্কোয়াড এবং ফরেনসিক তদন্ত দলকেও ডেকেছিল কিন্তু এখনও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য রিমসে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

