নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশকে কর্মসংস্থান ও উন্নয়নমুখী রাজ্য করতে চাই, বুধবার এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী একথা বলেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জব্বলপুর বিভাগের উন্নয়নমূলক কাজের বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন।জব্বলপুরে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, “জব্বলপুরে উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে”। মধ্যপ্রদেশ রাজ্যের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন নিয়ে এদিন মন্ত্রিসভায় আলোচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি জানান, এদিনের বৈঠকে আমরা কীভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় সেনিয়ে আলোচনা করেছি। শুধু তাই নয়, উন্নয়নের ক্ষেত্র চিহ্নিতকরণ এবং বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে। আমরা এই রাজ্যকে কর্মসংস্থান ও উন্নয়নমুখী করতে চাই।”