মঙ্গলবার করিমগঞ্জে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির

করিমগঞ্জ (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব, করিমগঞ্জ ইউথের পরিচালনায় ও জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সহযোগিতায় স্বর্গীয় দেবেন্দ্র প্রসাদ সিং ও স্বর্গীয়া দুর্গা দেবী সিং–এর স্মৃতিতে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশনের জন্য চক্ষু ছানি শনাক্তকরণ শিবির আগামী মঙ্গলবার করিমগঞ্জ শহরের পূর্ব বাজার এলাকার জৈন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্ৰস্তাবিত শিবিরে ছানি পড়া দুস্থ চক্ষু রোগীদের সকালে উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নাম নথিভুক্ত করার সময়সীমা সকাল ১০.৩০ থেকে দুপুর ১২.৩০ পৰ্যন্ত। শিবির চলবে সকাল ১১টা থেকে ।

শিবিরে চোখে ছানি শনাক্তকৃত রোগীদের ক্যাটারাক্ট অপারেশনের জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতাল পাঠানো হবে। চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ক্যাটারাক্ট অপারেশনের জন্য রোগীদের নিকট–আত্মীয়ের মোবাইল নম্বর ও সাথে ভোটার পরিচয় পত্র অথবা আধার কার্ডের ফোটো কপি জমা দিতে হবে বলে ক্লাবের জনসংযোগ আধিকারিক সঞ্চয়িতা দেব এক প্রেস বার্তায় জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *