অসমের দেড়গাঁও সড়ক দুর্ঘটনা : শোক ব্যক্ত মুখ্যমন্ত্রীর, জানান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : অসমের দেড়গাঁওয়ে বুধবার সকালে সংঘটিত সড়ক দুর্ঘটনায় শিশু-তরুণী-মহিলা সহ ১২ জনের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের আত্মার চিরশান্তি কামনা করেছেন।

তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে শোক ব্যক্ত করে মুখ্যমন্ত্ৰী লিখেছেন, ‘অসমের গোলাঘাটে সংঘটিত সড়ক দুর্ঘটনায় বহুজনের মৃত্যুতে আমি মৰ্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন, এই কামনা করি। স্থানীয় প্রশাসন এই দুর্যোগের সময় আহতদের প্ৰয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে।’