জেলবন্দি সঞ্জয়ের অস্বস্তি আরও বাড়ল, এএপি নেতাকে এক লক্ষ টাকা জরিমানা লখনউয়ের আদালতের

লখনউ, ৩ জানুয়ারি (হি.স.) : দিল্লি আবগারি নীতি মামলায় এমনিতেই জেলবন্দি রয়েছেন আম আদমি পার্টির নেতা তথা সাংসদ সঞ্জয় সিং। এবার সঞ্জয় সিংয়ের অস্বস্তি আরও বাড়ল, সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করেছে লখনউয়ের একটি আদালত। উত্তর প্রদেশের প্রাক্তন জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিংয়ের দায়ের করা মানহানি মামলার পরিপ্রেক্ষিতে আদালত বুধবার সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে এক লক্ষ টাকা জরিমানা করেছে।

এর পাশাপাশি আদালতের পক্ষ থেকে সঞ্জয় সিংকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতীয় জনতা পার্টির নেতা এবং প্রাক্তন মন্ত্রী মহেন্দ্র সিংয়ের বিরুদ্ধে লেখা সমস্ত বয়ান মুছে ফেলেন। এই মামলায় মহেন্দ্র সিং-এর পক্ষ থেকে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত সিং অটল। বিচারপতি কমল কান্ত গুপ্ত এদিন সঞ্জয়ের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছেন।