আগরতলা, ৩ জানুয়ারি : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারও সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। আমবাসা নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ প্যাকেটে মোট ২৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে লরির চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি।
ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর আসে আজ সকালে আগরতলা থেকে গৌহাটি উদ্দেশ্যে গাড়ি করে গাজা পাচার করা হবে। সেই মোতাবেক আমবাসা নাকা পয়েন্টে পুলিশ উৎ পেতে বসে থাকে। তখন নাকা পয়েন্টে টিআর০১এজেড০৬০৬ নম্বরের গাড়িকে আটক করে আমবাসা থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫২প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে। ৫২প্যাকেটে মোট ২৫কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।