গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : অসমের গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ের বালিজানে ৩৭ নম্বর জাতীয় সড়কে বুধবার ভোরে কয়লা-বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী আলট্রা বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-তরুণী-মহিলা সহ ১২ জনের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া।
এক শোকবাৰ্তায় রাজ্যপাল কাটারিয়া বলেছেন, ‘গোলাঘাট জেলায় সড়ক দুর্ঘটনার ফলে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। কঠিন এই সময় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি আমি।’
এছাড়া রাজ্যপাল আরও বলেন, স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছেন। তিনি লিখেছেন, বিদেহী আত্মারা চির শান্তিতে বিশ্রাম করুক।