অনূর্ধ্ব-১৫ : প্রগতি প্লে সেন্টারের দল ঘোষিত, নেতৃত্বে অংশুমান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। অনুর্ধ ১৩ ক্রিকেটের পর এবার প্রগতি প্লে সেন্টারের টার্গেট অনুর্ধ ১৫ ক্রিকেটে শিরোপা দখল। এর লক্ষ্যে দল গঠন করলো প্রগতি শিবির। মোট ২০ জন ক্রিকেটারকে নিয়ে গঠন করা হয়েছে প্রগতির অনুর্ধ ১৫ ব্রিগেড। অধিনায়কের দায়িত্বে রয়েছে অংশুমান নন্দী। সহ অধিনায়কের দায়িত্বে রয়েছে মাহির্নব লস্কর। প্রগতির অনুর্ধ ১৫ দল এরকম- অংশুমান নন্দী, মাহির্নব লস্কর, সায়ন দেব, অনিকেশ বিশ্বাস, তন্ময় সরকার, আয়ুশ সরকার, শিবরাজ ভট্টাচার্য, স্বস্তিক দেবনাথ, দেবজিত সিংহ রায়, দিগন্ত রায়, রাহুল মিয়া, সায়ন পাল, নিশান দেববর্মা, ইয়াশ দেববর্মা, কিনজল দেব, আদিত্য মজুমদার, ঋদ্ধিমান কর, দেবপ্রিয় দেব, ইয়াশমিত দেবরায়, রাহুল মিয়া।