বিজেপি নেতা হৃদয়নাথ সিংয়ের প্রয়াণে শ্রদ্ধা রাজনাথ ও যোগীর

লখনউ, ২ জানুয়ারি (হি.স.) : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রবীণ বিজেপি নেতা হৃদয়নাথ সিংয়ের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার যোগী আদিত্যনাথ শ্রদ্ধা নিবেদন করতে হৃদয়নাথের বাসভবনে উপস্থিত হয়েছিলেন।

এই বর্ষীয়ান বিজেপি নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে রাজনাথ সিং শ্রদ্ধা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “প্রবীণ বিজেপি নেতা হৃদয়নাথ সিং জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। বিশেষ করে যখন আমি উত্তরপ্রদেশে পার্টির সভাপতি ছিলাম, তখন আঞ্চলিক সংগঠন মন্ত্রী হিসেবে তাঁর কর্মদক্ষতা ও সক্ষমতা ঘনিষ্ঠভাবে অনুভব করেছি। তাঁর পুরো জীবনটাই জনস্বার্থ এবং দেশের স্বার্থের জন্য নিবেদিত ছিল। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি।