ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। ভলিবলের দীর্ঘমেয়াদী আবাসিক শিবির শুরু হয়েছে। টানা ৬ সপ্তাহ চলবে এই শিবির। দীর্ঘমেয়াদী এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চন্দন সেন। রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব উদ্বোধন করলেন আবাসিক শিবিরের। ৪৫ দিনের। মূলত: ভলিবলের উন্নতির লক্ষ্যে সিকিম ভলিবল সংস্থার উদ্যোগে ওই শিবিরের আয়োজন। সিকিমের নামচিতে মঙ্গলবার উদ্বোধন হয় শিবিরের। লেভেল -টু কোচ বাবুমচা সিং শিবিরে প্রশিক্ষণ দেবেন খেলোয়াড়দের।
2024-01-02