নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ফের প্রবর্তন নির্দেশালয় (ইডি)-র দফতরে হাজিরা দিয়েছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। মঙ্গলবার চিনা ভিসা মানি লন্ডারিং মামলায় ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। ২০১১ সালে কিছু চিনা নাগরিককে ভিসা দেওয়ার সঙ্গে সম্পর্কিত মামলায় এদিন ইডি-র মুখোমুখি হয়েছেন কার্তি।
এদিন ইডি-র দফতরে ঢোকার প্রাক্কালে কার্তি বলেছেন, “নির্বাচন এগিয়ে আসছে, এগুলি সবই নিত্যনৈমিত্তিক ব্যাপার। তেমন কোনও ব্যাপার নয়। আমি আগেও এমনটা করেছি, আমি আবার এই কাজ করছি, এটা একটা নিরর্থক অনুশীলন।” কার্তি আরও বলেছেন, “বিশেষ করে যখন নির্বাচন এগিয়ে আসে তখনই এই ঘটনাগুলি নিয়মিত ঘটে।” উল্লেখ্য, তামিলনাড়ুর শিবগঙ্গা লোকসভা আসনের ৫২ বছর বয়সী সাংসদ কার্তিকে এর আগে গত ২৩ ডিসেম্বর এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

