রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, আহত এক

আগরতলা, ২ জানুয়ারি : রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কমলপুর থানার অপারেশকর রামসাধু পাড়ায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কমলপুর থানার অপারেশকর রামসাধু পাড়ায় বাসিন্দা সুশেন নাগের স্ত্রী সুমিত্রা নাগ(৩৪)-র অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সমীরণ নাগ (৩৮) নামে একব্যক্তি আহত হয়েছেন। পরিবারের সদ্যসরা সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সুমিত্রা নাগকে মৃত বলে ঘোষণা দিয়েছে। বর্তমানে সুশেন নাগ চিকিৎসাধীনে আছেন।