শ্রীনগর, ২ জানুয়ারি (হি.স.): শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিরাজমান রয়েছে কাশ্মীর উপত্যকায়, ভূস্বর্গের নানা স্থানে এখনও হিমাঙ্কের অনেকটাই নীচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ঠান্ডা এতটাই বেশি যে, জমে যাচ্ছে শ্রীনগরের ডাল লেক। এই সময়ে ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন ডাল লেকের বাসিন্দারা। শিকারার মাধ্যমে লেকে চলাচল করতে সমস্যা হচ্ছে তাঁদের।
এদিকে, সোমবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাতেই গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.০ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের মধ্যে সবথেকে শীতলতম পহেলগাম, সেখানে পারদ নেমে মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

