আগরতলা, ২ জানুয়ারি: অভাব অনটন এবং নেশা কারবারির কারণে শহরে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এমনটাই দাবি করেছেন খোদ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।
আজ গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালকার সহ চার জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত বছরের ২০ ও ২৯ ডিসেম্বর বনমালিপুর এবং ধলেশ্বর থেকে স্বর্ণালকার চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
এদিন তিনি আরও বলেন, অভিযানে অভয়নগরের বাসিন্দা অমিত দেববর্মা(২২)-কে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে চুরি যাওয়ার বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও তিনজনের নাম উঠে আসে।
ধৃতরা হলেন, ইন্দ্রনগরের বাসিন্দা অভিজিৎ দেববর্মা(২৭), উত্তর বনমালিপুরের বাসিন্দা কমল দেববর্মা(২৪) ও অভয়নগরের বাসিন্দা আকাশ রবি দাস(২৪)সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

