ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। ৪২ তম জাতীয় যোগা প্রতিযোগিতায় এবার দুর্দান্ত পারফর্ম করলো রাজ্যদল। আসর শেষে গত ১লা জানুয়ারি, সোমবার রাত্রি ১১ টার সময় আগরতলা রেল স্টেশন এসে পৌঁছায় পদকজয়ী খেলোয়াড় সহ টিম অফিসিয়ালরা । রেল স্টেশনে উপস্থিত থেকে প্লেয়ারদেরকে রাজ্য সংস্থার সচিব দিব্যেন্দু দত্ত ফুলের তোরা ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানালেন। এ বছর জাতীয় আসরে ত্রিপুরা টিম ভালো রেজাল্ট করেছে। ১০৪ পয়েন্ট সংগ্রহ করে রানার্স আপের সন্মান অর্জন করলো। ওয়েস্ট বেঙ্গল ১২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। রেল স্টেশনে উপস্হিত ছিলেন যুগ্ম সচিব অমল ভট্টাচাৰ্য। আগামী বছর জাতীয় যোগা আসরে ভালো খেলে ত্রিপুরা টিম চ্যাম্পিয়ন হবে বলেই আশা ব্যক্ত করলেন প্রত্যেকেই।
2024-01-02