জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে জন্মদিনে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সোমবার তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় দেশে বিমান পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য সিন্ধিয়ার প্রচেষ্টার প্রশংসা করেছেন।প্রধানমন্ত্রী মোদী বলেন, ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেছেন।