বৃন্দাবনে সাধ্বী ঋতম্বরার বাৎসল্য গ্রাম পরিদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রবিবার উত্তরপ্রদেশের বৃন্দাবনে যাবেন। সেখানে তিনি যাবেন সাধ্বী ঋতম্বরার বাৎসল্য গ্রামে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের অনুষ্ঠান বিজেপির এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। বিজেপির তরফে জানা গেছে, দুপুর ১টায় বাৎসল্য গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেবেন তিনি।