আগরতলা,৩০ ডিসেম্বর: দল যখন যে দায়িত্ব দেবে সংগঠনের লোক হিসেবে সেটাই করব। এতে কোনো দ্বিমত নেই। আজ বিজেপির সাধারণ সম্পাদক পদে পুনরায় মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অমিত রক্ষিত।
এদিন তিনি বলেন, দল যখন যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করেছি। আগামী দিনেও ১০০ শতাংশ নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করব।
এদিন তিনি আরও বলেন, জনগনের ইচ্ছেকে বাস্তব রূপ দেওয়াই রাজনৈতিক কর্মীর কাজ। দলের কাছে প্রত্যেক নির্বাচনই গুরুতপূর্ণ, হোক সেটা বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন। দলের কর্মীরা ৩৬৫ দিনই কাজ করে থাকেন।

