২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, প্রত্যয় দিলীপ ঘোষের

পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর (হি.স.): আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার। প্রত্যয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, “২০২৪ সালে (লোকসভা নির্বাচন) আবারও মোদী সরকার ক্ষমতায় আসবে। গতবারের ভোটে আমরা ১৮টি (লোকসভা) আসনে জিতেছিলাম। যাইহোক, আমরা এখন রাজ্যের (পশ্চিমবঙ্গ) ৩৫টি আসন জয়ের জন্য কাজ করছি।”

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে অনেক বিরোধী নেতার না যাওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “যারা এমন আচরণ করছে, তাঁরা কার সঙ্গে আছে তা স্পষ্ট। যে ভগবান রামের সঙ্গে নেই সে ভারতের সঙ্গেও নেই এবং যদি তাঁরা ভারতের সঙ্গে না থাকে তবে দেশের জনগণও তাঁদের সঙ্গে নেই। নির্বাচন একটি বিরাট ব্যাপার। যারা যাচ্ছে না, তাঁদের এ জন্য মূল্য চোকাতে হবে…ভগবান রাম গোটা দেশের।”