আগতরতলা, ৩০ ডিসেম্বর: মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস,পেনশন চালু সহ ৯ দফা দাবিতে সরব হয়েছে মিড-ডে মিল কুক কাম হেল্পার ওয়েলফেয়ার ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন সংগঠনের তরফ থেকে শিক্ষা ভবন অভিযানে মিলিত হয়েছেন কর্মীরা।
সংগঠনের দাবি, মিড ডে মিল কর্মীদের নূন্যতম বেতন ১৮০০০ টাকা করা, দশ মাসের পরিবর্তে ১২ মাসের পারিশ্রমিক প্রদান করা হোক। তাছাড়া, কর্মীদের বার্ষিক বোনাস দেওয়া, কর্মীদের প্রতিমাসের বেতন প্রদান করা হোক।
আরও দাবি, অনিয়মিতদের মিড ডে মিল কর্মীদের নিয়মিত করা, মিড ডে মিল কর্মীদের ছাটাই করা চলবে না। মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করা, অবসরকালীন সময়ে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবংমিড ডে মিল কর্মীদের প্রবিডেন্ট ফান্ড চালু করা হোক।

