অযোধ্যায় উজ্জ্বলা সুবিধাভোগীর বাড়িতে প্রধানমন্ত্রী, মীরাদেবীর বাড়িতে চা খেলেন মোদী

অযোধ্যা, ৩০ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উজ্জ্বল সুবিধাভোগী মীরাদেবীর বাড়িতে গিয়ে চা খেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী মীরাদেবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে নিজের আনন্দ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অযোধ্যা সফরের সময় উজ্জ্বলা সুবিধাভোগীর বাড়িতে যান, তাঁরা বাসভবনে গিয়ে চা খেয়েছেন। মীরাদেবী হলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ১০ কোটি তম সুবিধাভোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর নিজের খুশি ব্যক্ত করে মীরাদেবী বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে আমি খুবই আনন্দিত, আমি কল্পনাও করিনি যে ‘ঈশ্বর’ আমার বাড়িতে এভাবে আসবেন। আমার আনন্দ অপরিসীম ছিল।”