কলকাতা, ৩০ ডিসেম্বর(হি.স.): চলে গেলেন ষাট সত্তর দশকের প্রাক্তন ডানহাতি স্পিনার (লেগ ব্রেক এবং অফ ব্রেক) দীপঙ্কর সরকার। শনিবার, ৩০ ডিসেম্বর সকালে তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে ৭৪ বছর বয়েসে তিনি চলে গেলেন।ষাট সত্তর দশকে বাংলা, পুর্বাঞ্চলের হয়ে দাপটের সঙ্গে খেলেছিলেন। সুনীল গাভাসকর থেকে মোহিন্দর অমরনাথ। প্রয়াত মনসুর আলি খান পতৌদি থেকে গুন্ডাপ্পা বিশ্বনাথ,এছাড়া একাধিক নামজাদা ব্যাটারের বিরুদ্ধে দাপটের সঙ্গে বোলিং করেছিলেন দীপঙ্কর সরকার।
ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ষাটের দশকও ৭০ দশকের কিছুদিন তিনি সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। ভারতীয় দলের হয়ে তার খেলা হয়নি। কিন্তু ভারতের স্কুল দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফরম্যান্স করেছিলেন দীপঙ্কর সরকার।”

