দিল্লিতে ট্রাফিক পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কায় মৃত্যু রিকশাচালকের

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : ফের রাজধানী দিল্লিতে গতির বলি সাধারণ মানুষ। শনিবার সকালে দিল্লির মায়াপুরিতে রিকশার সঙ্গে ট্রাফিক পুলিশের গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়। শনিবার সকাল ৮টা নাগাদ দিল্লির বসন্ত বিহার সার্কেলে একজন ট্রাফিক পুলিশ তার নিজের গাড়িতে মায়াপুরী এলাকার দিকে যাচ্ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রাফিক পুলিশ অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ডিসিপি বিচিত্রা বীর জানিয়েছেন, পুলিশের তরফ থেকে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। নিহত রিকশাচালকের নাম অমিত ঝা, তিনি বিহারের বাসিন্দা। রিকশাচালক ঘটনার সময় রিকশা করে কাজে যাচ্ছিলেন। মায়াপুরী এলাকার রিকশাচালকরা দুর্ঘটনার পর অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে থানায় জড়ো হয়। যেহেতু অমিত ঝা তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন, তাই পরিবারের সদস্যরা ট্রাফিক পুলিশের কঠোর শাস্তির দাবির পাশাপাশি সরকারের কাছে সাহায্যেরও অনুরোধ করছেন।