গোন্ডা, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে ঘন কুয়াশার কারণে একটি সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন ব্যক্তি। শুক্রবার রাতে একটি বেসরকারী বাস একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। শনিবার পুলিশ জানিয়েছে, গতরাতে প্রচণ্ড কুয়াশার কারণে কর্নেলগঞ্জ-বেলসার-নবাবগঞ্জ সড়কের কর্নেলগঞ্জ থানার অন্তর্গত চকরৌটের কাছে একটি বেসরকারী বাস একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ৩জন ব্যক্তির মৃত্যু হয়। আহত হয়েছেন ২ জন ব্যক্তি।
ঘন কুয়াশার কারণে একটি বেসরকারী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুই চাকার আরোহী দুই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সুপারিনটেনডেন্ট বিনীত জয়সওয়াল বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফুটপাতে থাকা এক ব্যক্তির উপর ছুটে গেলে তারও মৃত্যু হয়। মোট তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জয়সওয়াল জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসের চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিনীত জয়সওয়াল জানান, চালককে গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে।

