শিমলার ঢালিতে গাড়ি খাদে পড়ে মৃত ২

শিমলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের রাজধানী শিমলার উপকণ্ঠ ঢালিতে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শিমলার ঢালিতে খাদে গাড়ি পরে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজনেই শিমলার চৌপাল মহকুমার বাসিন্দা।

শিমলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে ভট্টাকুফার শিব মন্দিরের কাছে একটি ছোট গাড়ি রাস্তার নিচে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় চৌপালের বাসিন্দা দুজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ এই দুর্ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।