আগরতলা, ২৯ ডিসেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া বাইক সহ তিন জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী।
পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী জানিয়েছেন, গত ২৪ ডিসেম্বর চিত্তরঞ্জন রোড থেকে এক ব্যক্তির বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।অবশেষে চোর চক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
এদিন তিনি আরও বলেন, অভিযানে মেলাঘরের বাসিন্দা সঞ্জিত সরকারকে তুলাকোনা থেকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের আরও দুইজনের নাম উঠে আসে। সাথে সাথে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। তাঁদের কাছ থেকে তিনটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

