কলকাতা, ২৯ ডিসেম্বর, (হি.স.): লাঞ্ছিতা মহিলা পুলিশকর্মীর অভিযোগপত্র দাখিল করে রাজ্যের হালের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
পুলিশ সূত্রের খবর, শ্লীলতাহানির শিকার হওয়া ওই মহিলা পুলিশ কর্মী রাজ্য পুলিশের র্যাফে কর্মরত রয়েছেন। পানিহাটি উৎসবের ডিউটিতে গত ২৩ ডিসেম্বর তিনি গিয়েছিলেন।
অভিযোগ, সেদিন রাত সাড়ে দশটা নাগাদ মেলা প্রাঙ্গনেই একদল মদ্যপ যুবকের শ্লীলতাহানির শিকার হন তিনি।
শুক্রবার সুকান্তবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “পশ্চিমবঙ্গে একজন সাধারণ মহিলার অবস্থা কল্পনা করুন! যদি একজন মহিলা পুলিশ আধিকারিক নিজেই তৃণমূল কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহার ও লাঞ্ছনার অভিযোগ তোলেন…।
মমতা বন্দ্যোপাধায়ের লজ্জাজনক প্রশাসন।”
সূত্রের খবর, সেদিন ডিউটিতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরাই ওই মহিলা পুলিশ কর্মীকে মদ্যপদের হাত থেকে রক্ষা করেন। তখনই অভিযুক্তদের গ্রেফতার করা হল না কেন, উঠছে সেই প্রশ্নও। প্রশ্ন উঠছে, উর্দি থাকা সত্ত্বেও যদি একজন মহিলা পুলিশ কর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মহিলাদের সুরক্ষা কোথায়?