নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): অযোধ্যার নাগরিকবৃন্দের প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল। শুক্রবার অযোধ্যায় বিশ্বমানের বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও নতুন করে সাজিয়ে তোলা রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন। এর ফলে বিপুল সংখ্যক পর্যটক কোনও অসুবিধা ছাড়াই অযোধ্যায় রাম মন্দির দেখতে পারবেন।”
আধুনিক বিমানবন্দর ও রেলস্টেশন তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “আধুনিক বিমানবন্দর এবং রেলস্টেশন নির্মাণের জন্য এটি প্রধানমন্ত্রী মোদীর প্রস্তাব, এয়ারবাস এ৩২১ এবং বোয়িং ৭৩৭-সহ বিভিন্ন ধরণের বিমান অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হবে।”

