তানিয়া চক্রবর্তী
আগরতলা, ২৯ ডিসেম্বর : দেশে অপরাধ প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। সেক্ষেত্রে ত্রিপুরা সহ উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিও ব্যতিক্রমী নয়। তবে, অসম ও ত্রিপুরা বাদে অন্য রাজ্যগুলিতে অপরাধ প্রবণতা কিছুটা কম দেখা গেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র ২০২২ সালের প্রকাশিত রিপোর্টে এমনটাই জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী খুনের মামলায় অসম শীর্ষে রয়েছে। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। তবে,সবচেয়ে কম খুনের মামলা নথিভুক্ত হয়েছে সিকিমে। তাতে দেখা যাচ্ছে, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে অপরাধীক প্রবণতায় সিকিম অনেকটাই শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। অবশ্য, জনসংখ্যার নিরিখে অসম তারপরই ত্রিপুরায় অপরাধ প্রবণতাকে সঠিকভাবে বিচার করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।
এনসিআরবি’র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অসমে ২০২২ সালে ১০৭২টি খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে। তাতে, ১০৮২ জন খুন হয়েছে। তেমনি ত্রিপুরায় ১০৯টি খুনের মামলায় ১৭৭ জন খুন হয়েছে। মেঘালয়ে ৭২টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। তাতে, ৭৮ জন খুন হয়েছে। তেমনি, অরুণাচল প্রদেশে ৫৬ টি মামলা নথিভুক্ত হয়েছে, তাতে খুন হয়েছে ৫৮ জন। মনিপুরে ৪৭টি খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে। তাতে ৪৯ জন খুন হয়েছে। মিজোরামে ৩১টি খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে, ৩২ জন খুন হয়েছে। নাগাল্যান্ডে ২১টি খুনের মামলায় ২২ জন খুন হয়েছে। তেমনি সিকিমে ৯ টি খুনের মামলা নথিভুক্ত করা হয়েছে, খুন হয়েছে ১১ জন।
তেমনি,খুনের চেষ্টার ঘটনায় শীর্ষে রয়েছে অসম। দ্বিতীয় স্থানে রয়েছে মনিপুর। অসাবধানতায় মৃত্যুর ঘটনার শীর্ষেও রয়েছে অসম। এনসিআরবি’র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অসমে খুনের চেষ্টার ঘটনায় ৭৫০টি মামলা নথিভুক্ত করা হয়েছে, তাতে খুন হয়েছে ৮৬৩ জন। তেমনি মনিপুরে ১৫৩টি মামলা নথিভুক্ত করা হয়েছে, তাতে খুন হয়েছে ১৬৩ জন। ত্রিপুরায় ১৪৫ টি মামলা নথিভুক্ত হয়েছে, ১৬০ জন খুন হয়েছে। মেঘালয়ে ৪৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে, ৫০ জন মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ২৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে,৪৫ জন মৃত্যু হয়েছে। তেমনি, নাগাল্যান্ডে ২৬ টি মামলা নথিভুক্ত করা হয়েছে, ২৭ জন খুন হয়েছে। মিজোরামে ১৯টি মামলা নথিভুক্ত হয়েছে, ২১ জন খুন হয়েছে। তেমনি, সিকিমে ১০টি মামলা নথি ভুক্ত হয়েছে, তাতে ১০ জন খুন হয়েছে।
তাছাড়া, অসাবধানতায় মৃত্যুর ঘটনায়ও শীর্ষে রয়েছে অসম। দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। এনসিআরবি’র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অসমে অসাবধানতায় মৃত্যুর ঘটনায় ২৮৬৭টি মামলা নথিভুক্ত হয়েছে। তাতে, ৩১৫৮ জনের মৃত্যু হয়েছে। তেমনি ত্রিপুরায় ২৪০ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তাতে, মৃত্যু হয়েছে ২৬২ জনের। অরুণাচলপ্রদেশে ১১৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে, ১৫০ জনের মৃত্যু হয়েছে। মনিপুরে ১০৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে, ১৭৭ জনের মৃত্যু হয়েছে। মেঘালয়ে ৮৯টি মামলায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। মিজোরামে ৮৭টি মামলায় ৯৮ জনের মৃত্যু হয়েছে। সিকিমে ৫৯ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তাতে, মৃত্যু হয়েছে ১২১ জনের মৃত্যু হয়েছে। তবে নাগাল্যান্ডে অন্য চিত্র দেখা গেছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নাগাল্যান্ডে ৫০টি মামলায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। তা রীতিমত চমক দিয়েছে বলে মনে করা হচ্ছে।

