হিমাচল প্রদেশের শিমলায় সিলিন্ডার বিস্ফোরণে আহত এসডিএম

শিমলা, ২৯ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলা জেলায় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আহত হয়েছেন এসডিএম অশ্বনি কুমার শর্মা। তিনি আগুনে পুড়ে সামান্য আঘাত পেয়েছেন, বর্তমানে তিনি কোটখাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোর ৩টে নাগাদ অশ্বনী কুমার শর্মার বাড়িতে এই ঘটনা ঘটে।

অশ্বনী কুমার শর্মা মূলত সোলান জেলার বাড্ডির বাসিন্দা। বর্তমানে তিনি কোটখাইয়ের এসডিএম। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কোটখাই বাজারের প্রতাপ জাস্ট আবাসনের উপরের তলায় অশ্বনী কুমার শর্মা থাকেন। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। ভোর ৩টে নাগাদ তিনি গরম জল খেতে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালানোর চেষ্টা করেন। কিন্তু গ্যাসের লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গেই আচমকা বিস্ফোরণ ঘটে এবং পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। তারপর পুরো মেঝে আগুনে পুড়ে যায়। এছাড়া আগুনের ফলে জানালা-দরজাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে এসডিএমকে সেখান থেকে বের করে আনেন। গ্যাস সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা।
ডিএসপি সিদ্ধার্থ শর্মা জানিয়েছেন, এসডিএম অশ্বনী কুমার শর্মা এই দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন এবং কোনওরকম প্রাণহানি হয়নি। বর্তমানে অশ্বনী কুমার শর্মার অবস্থা আশঙ্কামুক্ত। তিনি জানান, প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।