ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। রঞ্জি ট্রফির জন্য রাজ্য দল ঘোষিত হয়েছে। যদিও তা প্রথম দুটি ম্যাচের জন্য। গোয়া এবং তামিলনাড়ুর বিরুদ্ধে, খেলা আগরতলায়। বলা বাহুল্য, রাজ্য দলের নেতৃত্বে ঋদ্ধিমান সাহা। ডেপুটির ভূমিকায় মনি শংকর মুরাসিং। আরও বিশেষ খবর, ২৩ সদস্য বিশিষ্ট রাজ্য রঞ্জি দল ঘোষণার পরেও সাতজনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। তবে এ ধরনের জাম্বু টিমে ক্রিকেট মহল অনেকটাই বিস্মিত। সাপোর্ট স্টাফও রয়েছেন আটজন। ২৩ সদস্য বিশিষ্ট রাজ্য দল ঘোষণা হলেও খেলার দিন মাঠে আদৌ সবাইকে প্রবেশ করতে দেবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঘোষিত রাজ্য দল: বিশাল ঘোষ, বিক্রম কুমার দাস, শ্রীদাম পাল, সুদীপ চ্যাটার্জী, গনেশ সতীশ, রজত দে, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক, উইকেট রক্ষক) মনি শংকর মুরাসিং (সহ-অধিনায়ক), অভিজিৎ সরকার, রানা দত্ত, পারভেজ সুলতান, বিক্রম দেবনাথ, জয়দেব দেব, নিরুপম সেন (উইকেট রক্ষক) শংকর পাল, অজয় সরকার, অর্জুন দেবনাথ, সঞ্জয় মজুমদার, অমরেশ দাস, বাবুল দে (উইকেট রক্ষক), রিমন সাহা, কৌশল আচার্য, দেবপ্রসাদ সিনহা। স্ট্যান্ড বাই: পল্লব দাস, সম্রাট সূত্রধর, সৌরভ দাস, শুভম ঘোষ, ভিকি সাহা, জয়দীপ বণিক, জয়দীপ ভট্টাচার্য।
2023-12-28

